TET exam | প্রাথমিকের ৩২ হাজার চাকরি নিয়ে সংশয়, বুধে রায়দান কলকাতা হাইকোর্টের

Tuesday, December 2 2025, 5:04 pm
highlightKey Highlights

৩ ডিসেম্বর বুধবার বেলা ২টোয় প্রাথমিকের ৩২ হাজার চাকরি সংক্রান্ত মামলায় রায়দান করবে কলকাতা হাইকোর্ট।


২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলগুলিতে নিয়োগ হয়েছিল। সেই নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। ২০২৩ সালের ১২ মে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিল। তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশও দেওয়া হয়। একবার স্থগিত হওয়ার পর বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ মামলাটির বিস্তারিত শুনানি হয়। ৩ ডিসেম্বর বুধবার বেলা ২টোয় মামলার রায়দান হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File