রাজ্য

North Bengal | উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়, ভেঙে পড়লো দুধিয়া সেতু, ধস নেমেছে NH10-এ

North Bengal | উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়, ভেঙে পড়লো দুধিয়া সেতু, ধস নেমেছে NH10-এ
Key Highlights

রাতে প্রবল বৃষ্টিতে এই লোহার সেতুর একাংশ ভেঙে যাওয়ায় শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ ছিন্ন হয়েছে।

নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। শনিবার রাতে বৃষ্টির তোড়ে দুধিয়া সেতুর একাংশ ভেঙে যাওয়ায় শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ ছিন্ন হয়েছে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ডুয়ার্সের নাগরাকাটা জ়োন, মালবাজার জ়োন, মিরিক এবং এনএইচ ১০। এনএইচ ১০এর একাধিক জায়গায় ধস নেমেছে। মিরিকে ধস নেমে মৃত্যু হয়েছে দুই জনের। দার্জিলিঙে বিশপ হাউসের কাছে ধস নামায় টাইগার হিল এবং রক গার্ডেনে পর্যটকদের যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। রবিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে পরিস্থিতির অবনতি সম্ভাবনা রয়েছে।