এই প্রথম মুস্তাক আলি ট্রফির জন্য মুম্বাই সিনিয়র দলে জায়গা করে নিলেন সচিন-পুত্র অর্জুন।
Sunday, January 3 2021, 10:01 am
Key Highlightsমুম্বইয়ের সিনিয়র টিমে নেওয়া হল বাঁ হাতি পেসার অর্জুন তেন্ডুলকরকে। এই প্রথম সিনিয়র টিমে নেওয়া হল সচিন পুত্র অর্জুনকে। সইদ মুসতাহ আলি ট্রফির জন্য ২২ জনকে বেছে নেওয়া হয়েছে। মুম্বই সিনিয়র টিমের পক্ষ থেকে শনিবার একথা জানান প্রধান নির্বাচক সলিল আনকোলা। অর্জুন বাদে ২২ জনের এই দলে নেওয়া হল আরেক পেসার ক্রুতিক হানাগাভাদিকে। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রথমে বিসিসিআই আমাদের বলেছিল ২০ জনকে বেছে নিত। পরে তারা জানায় ২২ জন ক্রিকেটারকে বেছে নিতে পারব। তাই আরও ২ ক্রিকেটারকে বেছে নেওয়া হল।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- সচিন তেন্ডুলকার
- অর্জুন তেন্ডুলকার
- মুম্বাই

