RG Kar Case | দশ মাস পর আরজিকর কাণ্ডের চতুর্থ স্টেটাস রিপোর্ট জমা দিলো সিবিআই
Tuesday, June 10 2025, 5:43 pm
Key Highlightsহাইপ্রোফাইল আরজি কর কাণ্ডের দশ মাস অতিবাহিত। এবার কোর্টে জমা পড়ল সিবিআই-র চতুর্থ স্টেটাস রিপোর্ট।
গত বছর, আরজি কর মেডিকেল কলেজের এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় তোলপাড় হয়েছিল বাংলা সহ গোটা দেশ। গ্রেপ্তার করা হয়েছিল টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজি করএর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। সেই হাইপ্রোফাইল আরজি কর কাণ্ডের দশ মাস অতিবাহিত হয়েছে। মঙ্গলবার, শিয়ালদহ আদালতে এই কেসের চতুর্থ স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। তবে রিপোর্টে অসন্তুষ্ট মৃত তরুণী চিকিৎসকের আইনজীবী। তাঁর অভিযোগ নতুন আপডেটের পরিবর্তে পুরানো রিপোর্টের কিছু অংশ কপি পেস্ট করা হচ্ছে।
- Related topics -
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- শিয়ালদহ
- শিয়ালদহ
- হাইকোর্ট
- সিবিআই আদালত
- সিবিআই

