Pavel Durov | টেলিগ্রাম "অরাজক স্বর্গ" নয়, গ্রেফতারির পর প্রথমবার বিবৃতি জারি করে বক্তব্য জানালেন টেলিগ্রামের CEO পাভেল দুরভ
Friday, September 6 2024, 8:09 am
Key Highlightsপ্যারিস থেকে গ্রেফতার হন টেলিগ্রামের সিইও পাভেল দুরভ। তার বিরুদ্ধে টেলিগ্রামে নানান অপরাধের অভিযোগ ওঠে।
প্যারিস থেকে গ্রেফতার হন টেলিগ্রামের সিইও পাভেল দুরভ। তার বিরুদ্ধে টেলিগ্রামে নানান অপরাধের অভিযোগ ওঠে। সেই গ্রেফতারির পর প্রথমবার বিবৃতি জারি করে নিজের বক্তব্য জানালেন দুরভ। সেখানে জোর দিয়ে তিনি বলেন, টেলিগ্রাম "অরাজক স্বর্গ" নয়। বিবৃতিতে, দুরভ বিভিন্ন কারণ উল্লেখ করে গ্রেফতারের বিস্ময় প্রকাশ করেছেন। দুরভ সমালোচনা করে বলেন, একজন সিইওকে তাদের প্ল্যাটফর্মের তৃতীয় পক্ষের অপব্যবহারের জন্য দায়বদ্ধ হওয়া উচিত। টেলিগ্রাম প্ল্যাটফর্মটি অনাচারের আশ্রয়স্থল তা অস্বীকার করেছেন টেলিগ্রাম সিইও।
- Related topics -
- আন্তর্জাতিক
- অন্যান্য
- সোশ্যাল মিডিয়া
- টেলিগ্রাম
- ভাইরাল

