Bihar Election | ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক তুঙ্গে, ভোট বয়কটের হুমকি আরজেডি নেতা তেজস্বী যাদবের!

Wednesday, July 23 2025, 5:17 pm
highlightKey Highlights

প্রয়োজনে বিহারের বিধানসভা নির্বাচন বয়কট করতে পারে বিরোধীরা, সেই সম্ভাবনার ইঙ্গিত দিয়ে রাখলেন লালু-পুত্র।


আর মাস ছয় পরেই বিহারে বিধানসভা নির্বাচন। তাঁর আগেই ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক তুঙ্গে। ইতিমধ্যেই ভোট বয়কটের হুমকি দিয়েছেন লালু পুত্র তেজস্বী যাদব। এদিন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আরজেডি নেতা তেজস্বী বলেন, ‘ভোট বয়কটের বিষয়টি নিয়ে আলোচনা করা যেতে পারে। আমরা দেখব জনগণ কী চায় এবং সবার মতামত কী? সবকিছুতেই যখন অসৎ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে... তা হলে নির্বাচন করার কী মানে হয়?’ উল্লেখ্য, ইতিমধ্যেই ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর’ করতে গিয়ে ভোটার তালিকা থেকে ৫২ লক্ষ নাম বাদ পড়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File