Sikkim Landslide | ব্যাপক বৃষ্টিতে ফুসছে তিস্তা! ভূমিধস সিকিমের একাধিক রাস্তায়! জারি সতর্কতা!

Tuesday, May 20 2025, 5:52 am
highlightKey Highlights

নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক করে নিরাপদ এলাকায় সরে যেতে বলা হয়েছে। এদিকে দক্ষিণ সিকিমের জনপ্রিয় পর্যটনকেন্দ্র মেলি শহরের নদী সংলগ্ন বসতি এলাকার বাসিন্দাদের জন্যও সতর্কবার্তা দেওয়া হয়েছে।


বর্ষা আগমনের মুখে ভারী বর্ষণে বিপর্যস্ত সিকিম! ব্যাপক বৃষ্টিতে ফুসছে তিস্তা। নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক করে নিরাপদ এলাকায় সরে যেতে বলা হয়েছে। এদিকে দক্ষিণ সিকিমের জনপ্রিয় পর্যটনকেন্দ্র মেলি শহরের নদী সংলগ্ন বসতি এলাকার বাসিন্দাদের জন্যও সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিধ্বস্ত অবস্থা দক্ষিণ ও পূর্ব সিকিমের একাধিক রাস্তার। স্থানীয় সূত্রে খবর, উত্তরের কার্শিয়াংয়ের গিদ্দা পাহাড়ে ভূমিধস দেখা গিয়েছে। যে কোনও মুহূর্তে আরও বড় ধস নামার আশঙ্কাও করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File