খেলাধুলা

Hero Intercontinental Cup 2023 | লেবাননকে হারিয়ে ইন্টার-কন্টিনেন্টাল কাপ জয়ী ছেত্রীদের!

Hero Intercontinental Cup 2023 | লেবাননকে হারিয়ে ইন্টার-কন্টিনেন্টাল কাপ জয়ী ছেত্রীদের!
Key Highlights

লেবাননকে ২-০ গোলে হারিয়ে ইন্টার-কন্টিনেন্টাল কাপ জিতে নেয় ভারত। ম্যাচ শেষে নিজের আর্ম ব্যান্ড স্ত্রীকে দিয়ে মন জয় করলেন সুনীল ছেত্রী। বড় অঙ্কের পুরস্কার ঘোষণা ওড়িশার মুখ্যমন্ত্রীর।

দীর্ঘ ৪৬ বছর পর দ্বিতীয়বার লেবাননকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ (Intercontinental Cup 2023) জিতে নিলো ভারত (India)। ফুটবলের মাঠে লেবাননকে (Lebanon) ২-০ তে হারিয়ে ম্যাচ জয়ী মেন ইন ব্লু (Men In Blue)। বিরতির পর খেলা ঘুরিয়ে গোল করে দলকে জেতান ক্যাপ্টেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। এরপরই বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করলেন ওড়িশার (Orissa) মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Naveen Patnaik)।

ফাইনালের শুরু দিকে ভালো ফল না পেলেও, বিরতির পর সুনীলের গোলেই যেতে ভারত। দ্বিতীয়ার্ধের শুরুতে রাইট ব্যাক নিখিল পূজারি (Nikhil Pujari) ওভার ল্যাপে উঠেছিলেন। উইং থেকে নিখিল পূজারির ব্যাক হিল, ছাংতে (Changte) বল ধরে কিছুটা দৌড়ে স্কোয়ার পাস। গোলের সামনে কোনও ভুল করেননি ক্যাপ্টেন সুনীল ছেত্রী। আন্তর্জাতিক ফুটবলে ৮৭তম গোলে সামনে থেকেই দলকে নেতৃত্ব দিলেন তিনি।  এরপরেই গোল! সুনীলের গোলের পরই  আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ভারত। পরিবর্ত হিসেবে মাঠে নামেন নাওরেম মহেশ (Naurem Mahesh)। তাঁর এবং ছাংতে জুটি ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠে। ম্যাচের ৬৬ মিনিটে বক্সের বাঁ দিক থেকে মহেশের জোরালো শট। লেবানন গোলরক্ষক প্রাথমিক বিপদ থেকে রক্ষা করেন। বক্সে অপেক্ষায় ছিলেন ছাংতে। ফেরত আসা বলে আবারও গোল। অর্থাৎ দ্বিতীয়ার্ধে মাত্র ২০ মিনিটের মধ্যেই জোড়া গোল করে ভারত। ফিফা (FIFA) ক্রমতালিকায় এগিয়ে থাকা লেবাননকে ২-০ ব্যবধানে হারিয়ে হিরো কন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হয় ভারত।

উল্লেখ্য, ২০১৮ সালে উদ্বোধনী বছরেই কেনিয়াকে (Kenya) ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তারপরের বার অবশ্য মেন ইন ব্লুদের স্থান ছিল চতুর্থতে। সেইবার চ্যাম্পিয়ন হয় উত্তর কোরিয়া (North Korea)। অন্যদিকে, ১৯৭৭ সালে শেষবার লেবাননকে হারিয়েছিল ভারত।

রবিবার ইন্টার কন্টিনেন্টাল ম্যাচের ফাইনালে প্রথমার্ধে গোলশূন্য থাকলেও ৪৬ মিনিটে গোল করে ভারতকে এগিয়ে দেন অধিনায়ক সুনীল ছেত্রী। এরপরেই সুনীল ছেত্রীদের জন্য বিরাট অঙ্কের পুরস্কার অর্থ ঘোষণা করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। মঞ্চে উঠে তিনি ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে ওড়িশা সরকারের পক্ষ থেকে দলকে ১ কোটি টাকা অর্থ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন।

ভারতের জয়ের পর শুভেচ্ছা বার্তাতে ভোরে ওঠে গোটা সোশ্যাল মিডিয়া। বিশেষত সুনীল ছেত্রীর গোলের সুখ্যাতি ছেয়ে যায় নেট দুনিয়ায়। তবে তারই মধ্যে ঝড়ের গতিতে ভাইরাল হয় ম্যাচ শেষের এক দৃশ্য। সেই দৃশ্যে দেখা যাচ্ছে, সুনীল তাঁর ক্যাপ্টেন আর্ম ব্যান্ডটা (Captain Arm Band) স্ত্রী সোনম ভট্টাচার্যকে পরিয়ে দিয়েছেন। এর আগেও চলতি টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে খেলতে নেমে জয়ের পর বলটা নিজের জার্সির মধ্যে পেটের কাছাকাছি পুরে ফেলে ক্যাপ্টেন তাঁর বাবা হওয়ার খবর দেন সকলকে। এবারও ফের ম্যাচ জিতিয়ে নিজের স্ত্রীর  প্রতি ভালোবাসা প্রকাশ করে সকলের মন জিতে নিলেন ক্যাপ্টেন সুনীল ছেত্রী।


Kitchen Utensils | স্টিল, অ্যালুমিনিয়াম, নন-স্টিক না মাটির পাত্র? কোন ধরণের বাসনে রান্না করা স্বাস্থ্যকর?
Router WiFi | রাউটার হ্যাক হয়ে হচ্ছে ব্যক্তিগত তথ্য চুরি! সতর্ক করলো কেন্দ্রীয় সংস্থা CERT-IN! WiFi সুরক্ষিত রাখতে কী করবেন?
Mother’s Day | যত্ন নিন মায়ের স্বাস্থ্যের! জানুন মায়েদের জন্য রয়েছে কী কী স্বাস্থ্যবিমা এবং ৫০ পেরোলেই করাবেন কোন স্বাস্থ্য পরীক্ষা!
IPL 2024 | বৃষ্টির জন্য ভেস্তে যেতে পারে ইডেনের মুম্বই-কলকাতার ম্যাচ! খেলা না হলে প্রথম দল হিসাবে প্লে-অফ পাকা করতে পারবে কেকেআর?
Taam Ja' Blue Hole | জলের মধ্যে বিশালাকার, গভীর গর্ত! সিঙ্কহোলের গভীরে রয়েছে কোন রহস্য এখনও সম্ভব হয়নি আবিষ্কার করা!
মহাপ্রভু শ্রীচৈতন্য | চৈতন্যদেবের জীবনকাহিনী | Lifestory of Chaitanya Mahaprabhu in Bengali
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali