IND vs ENG | নতুন জার্সিতে টিম ইন্ডিয়া! টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিলো ইংল্যান্ড!

Thursday, February 6 2025, 8:39 am
highlightKey Highlights

নতুন জার্সিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে নামলো টিম ইন্ডিয়া।


নতুন জার্সিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে নামলো টিম ইন্ডিয়া। নতুন জার্সি পরেই টস করতে নামলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। টসে জিতে ইংল্যান্ড প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। যে জার্সি পরে টিম ইন্ডিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল, তার হাত ও কাঁধে গেরুয়া রং ছিল। তার উপরে ছিল সাদা দাগ। এবার নতুন ওয়ানডে জার্সির কাঁধে থাকছে জাতীয় পতাকার তিন রং। লম্বা সাদা স্ট্রাইপ থাকলেও তার উপর ছড়িয়ে রয়েছে গেরুয়া, সাদা, সবুজ রং। বাকি জার্সি চিরাচরিত নীল রংয়ের। মাঝে স্পনসরের নাম সহ গেরুয়ায় লেখা ‘ইন্ডিয়া’।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File