TATA Motors | বছর শেষে বিভক্ত হতে চলেছে টাটা মোটরস! ১:১ অনুপাতে ভাঙবে সংস্থা!
Tuesday, June 24 2025, 9:00 am
Key HighlightsAGM এ সংস্থার চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ জানান, ২০২৫ সালের শেষ ত্রৈমাসিকে দুই ভাগে ভাঙতে চলেছে টাটা মোটরস।
বিভক্ত হতে চলেছে টাটা মোটরস। সংস্থার ৮০তম বার্ষিক সাধারণ সভা বা AGM এ সংস্থার চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ জানান, ২০২৫ সালের শেষ ত্রৈমাসিকে দুই ভাগে ভাঙতে চলেছে টাটা মোটরস।এন চন্দ্রশেখর বলেন, “আমরা মনে করি এই বছরের শেষ ত্রৈমাসিকে দুই সংস্থায় ভাঙতে চলেছে টাটা মোটরস। প্রথমে, যাত্রীবাহী গাড়ির সংস্থাটি বাজারে তালিকাভুক্ত হবে। তার কয়েক মাস পর বাণিজ্যিক গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি তালিকাভুক্ত হবে”। পরিকল্পনা অনুযায়ী ১:১ অনুপাতে ভাঙতে চলেছে টাটা মোটরস।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- টাটা
- টাটা গ্রূপ

