Trump Tariff | শুল্ক ছাড় দেওয়া হচ্ছে না কোনও দেশকেই! ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বলে অভিযোগ ট্রাম্পের!
Monday, April 14 2025, 7:48 am

শুল্ক ছাড় দেওয়া হচ্ছে না কোনও দেশকে! এমনটাই সোশ্যাল মাধ্যমে জানালেন মার্কিন প্রেসিডেন্ট।
শুল্ক ছাড় দেওয়া হচ্ছে না কোনও দেশকে! এমনটাই সোশ্যাল মাধ্যমে জানালেন মার্কিন প্রেসিডেন্ট। স্মার্টফোন, কম্পিউটার, বৈদ্যুতিন চিপস সহ বহু পণ্যে শুল্ক ছাড়ের ঘোষণা করার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, এমনটা মোটেও করেননি তিনি। বরং ট্রাম্পের বক্তব্য, ‘ সংশ্লিষ্ট পণ্যের উপর আগেই ২০ শতাংশ শুল্ক ছিল। এখন সেগুলিকে অন্য নীতিতে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যারা ভুয়ো খবর ছড়াচ্ছে, তারা নিজেরাও গোটা বিষয়টি খুব ভালো করে জানে।’ মার্কিন প্রেসিডেন্টের হুঙ্কার, শুল্কযুদ্ধে চিনকে কোনও ছাড়া দেওয়া হবে না।