টার্ডিগ্রেড জীব জগতে এক বিস্ময়! ফের মহাকাশে যাত্রা করতে চলেছে জল ভালুকেরা
Wednesday, June 2 2021, 5:36 am
Key Highlightsভারতীয় সময় অনুযায়ী, ৩রা মে ২০২১ রাত ১০টা ৫৯ মিনিটে স্পেসএক্স-এর মহাকাশযান ‘ড্রাগন’-এ চেপে মহাকাশে ফের পাড়ি দিতে চলেছে টার্ডিগ্রেড তথা জল ভালুকেরা। এদের চেহারা অণুবীক্ষণ যন্ত্রে ধরা পরে; এরা আকারে ১ মিলিমিটার, বড় জোর ১.৫ মিলিমিটার হয়। পাশাপাশি এদের থাবাওয়ালা আটটি পা ও গোল অদ্ভুতদর্শন মুখ থাকে। তাদের এই বিবরণের ভিত্তিতে জল ভালুক বা মস পিগলেট বলা হয়। নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ৩৩২৮ কেজি গবেষণা উপাদান, যার মধ্যে থাকবে অন্ধকারে উজ্জ্বল ১২৮টি ববটেল স্কুইড ও ৫০০০ টার্ডিগ্রেড -এই সবকিছু নিয়ে ‘ফ্যালকন ৯’ রকেটে চেপে রওনা দেবে তারা।
- Related topics -
- আন্তর্জাতিক
- মহাকাশ
- মহাকাশযান

