Tanushree Dutta: নানা পটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তনুশ্রীর !

Friday, September 23 2022, 1:10 pm
highlightKey Highlights

যৌন হেনস্থার অভিযোগ নিয়ে মুখ খোলায় তাঁকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল বলে বিস্ফোরক অভিযোগ করলেন অভিনেত্রী।


যৌন হেনস্থা -"মি টু" আন্দোলনে শামিল হয়ে বলিউডের অভিনেতা নানা পটেকরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করে শোরগোল ফেলে দিয়েছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। যৌন হেনস্থার অভিযোগ নিয়ে মুখ খোলায় তাঁকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল বলে এ বার বিস্ফোরক অভিযোগ করলেন অভিনেত্রী।

প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে অভিনেত্রী তনুশ্রী দাবি করেছেন যে, মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে যখন তিনি থাকতেন, তাঁর গাড়ির ব্রেক একাধিক বার খুলে নেওয়ার চেষ্টা হয়েছিল। ফলবশত, তিনি দুর্ঘটনার কবলে পড়ে আহতও হয়েছিলেন। সুস্থ হয়ে উঠতে বেশ কয়েক মাস লেগেছিল তাঁর। এমনকি বিষ খাইয়ে তাঁকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ তাঁর। তিনি দাবি করেছেন, এক পরিচারিকা ছিলেন তাঁর বাড়িতে। সেই সময় প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন তিনি। তনুশ্রীর সন্দেহ, জলে কিছু মিশিয়ে দেওয়া হত।

Trending Updates
Tanushree Dutta (Actress)
Tanushree Dutta (Actress)

অতীতে তনুশ্রী বলেছিলেন, তাঁর ভাল-মন্দ কিছু হয়ে গেলে, তাঁর দায় বর্তাবে অভিনেতা নানা পটেকর ও বলিউডের মাফিয়া বন্ধুদের উপর। প্রসঙ্গত, ২০১৮ সালে ‘মি টু’ আন্দোলনে গর্জে উঠেছিল বলিপাড়া। বিশিষ্ট অভিনেতা নানা পটেকর, কোরিওগ্রাফার গণেশ আচার্য, পরিচালক বিবেক অগ্নিহোত্রীদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File