'তান্ডব'-এর বিরুদ্ধে এবার করা আইনি পদক্ষেপের হুঁশিয়ারি উত্তরপ্রদেশ সরকারের
Wednesday, January 20 2021, 12:04 pm
 Key Highlights
Key Highlightsগত ১৫ ই জানুয়ারি ২০২১(শুক্রবার) অ্যামাজনে পরিচালক আলি আব্বাস জাফর-এর রাজনৈতিক সিরিজ ‘তাণ্ডব’ মুক্তি পাওয়ার পর থেকে গোটা দেশ জুড়ে শুরু হয়েছে নানা জল্পনার। নেটাগরিকদের একাংশের অভিযোগ, এতে হিন্দু ধর্মের অপমান করা হয়েছে। ইতিমধ্যেই লখনউয়ের হজরতগঞ্জ থানায় ‘তাণ্ডবে’র পরিচালক আলি আব্বাস জাফর, প্রযোজক হিমাংশু কৃষ্ণ মেহরা, লেখক গৌরব সোলাঙ্কি এবং ভারতে অ্যামাজন প্রাইমের হেড অব অরিজিনালস অপর্ণা পুরোহিতের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বুধবার টুইটারে হিন্দু ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করতে চায় রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য।
-  Related topics - 
- বিনোদন
- তাণ্ডব সিরিজ
- সাইফ আলি খান
- কৃতিকা কার্মা
- ওয়েব সিরিজ
- উত্তরপ্রদেশ
- উত্তরপ্রদেশ সরকার
- ভারতীয়

 
 