তাজমহল-এ বোমাতঙ্ক, পুলিশ কুকুর দিয়ে চলছে তল্লাশি, ফাঁকা করে দেওয়া হয়েছে গোটা এলাকা
Thursday, March 4 2021, 7:18 am
Key Highlightsএক অজ্ঞাত ব্যক্তি ফোন করে তাজমহলে একটি ব্যাগের মধ্যে বোমা থাকার কথা জানায়। খবর পেয়েই তৎক্ষণাৎ সিআইএসএফ কর্মীরা তাজমহলে উপস্থিত পর্যটকদের বের করে দিয়েছে এবং গোটা চত্বর ফাঁকা করে দিয়েছে। পুলিস কুকুর দিয়ে চালানো হচ্ছে তল্লাসি, পৌঁছেছে বোম স্কোয়াড। ইতিমধ্যে ওই চত্বর থেকে একটি সন্দেহজনক ব্যাগ মিলেছে। তদন্ত করছে পুলিশ। ফোনে আশা খবরের সত্যতা যাচাইয়ের পাশাপাশি তল্লাশি চলছে গোটা এলাকায়।
- Related topics -
- লাইফস্টাইল
- তাজমহল
- ভারতবর্ষ

