Tahawwur Rana | বিমানে উঠলেন তাহাউর রানা, ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী আসছে ভারতে!
Thursday, April 10 2025, 5:28 am

ভারতে আসতেই হচ্ছে ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে। আমেরিকা থেকে তাঁকে ভারতে আনা হচ্ছে।
অবশেষে ভারতে প্রত্যার্পণ করা হচ্ছে ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে। বুধবার সন্ধ্যা ৭:১০ নাগাদ তাকে নিয়ে বিশেষ বিমান রওনা হয়েছে ভারতের উদ্দেশ্যে। তার নিরাপত্তার দ্বায়িত্বে রয়েছে NIAর বিশেষ টিম। আজ দুপুরে তারা দিল্লিতে অবতরণ করবে। দিল্লিতে NIAর বিশেষ আদালতে তাঁর বিরুদ্ধে শুনানি হবে। আজ মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে আদালত বন্ধ থাকছে ফলে ভার্চুয়াল শুনানি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল জানিয়েছেন, তিহাড় জেলেই রাখা হবে তাকে।