Bashar Al Assad | বেঁচে আছেন সিরিয়ার গদিচ্যুত 'পলাতক' প্রেসিডেন্ট বাশার! কোথায় আশ্রয় নিয়ে রয়েছেন আসাদ?
রাশিয়ার স্টেট মিডিয়ার তরফে জানানো হয়েছে, আসাদ ও তাঁর পরিবার আশ্রয় নিয়েছেন রাশিয়ায়।
বেঁচে আছেন সিরিয়ার গদিচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রবিবার সশস্ত্র গোষ্ঠী দামাস্কাস দখলের পর দেশ ছেড়ে প্রেসিডেন্ট বাশার পালিয়ে যান বলে খবর মেলে। কিন্তু তাঁর বিমান হঠাৎই র্যাডার থেকে উধাও হয়ে যায়। এরপরই জল্পনা শুরু হয়। রটে যায়, সম্ভবত মৃত্যু হয়েছে আসাদের। তবে রাশিয়ার স্টেট মিডিয়ার তরফে জানানো হয়েছে, আসাদ ও তাঁর পরিবার আশ্রয় নিয়েছেন রাশিয়ায়। গতকালই তাদের বিমান মস্কোয় অবতরণ করেছে। মানবিকতার ভিত্তিতে রুশ প্রশাসন তাদের আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- সিরিয়া
- রাশিয়া
- হামলা
- জঙ্গি হামলা