Saydnaya Syria | বাংলাদেশের আয়নাঘরের মতোই সিরিয়ার সায়েদনায়া জেলে চলতো নির্বিচারে নির্যাতন! এই জেলকে বলা হয় ‘মানব কসাইখানা’
Monday, December 9 2024, 3:42 pm
Key Highlights
এই সায়েদনায়া জেল পরিচিত ‘মানব কসাইখানা’ বলে। এক রিপোর্ট অনুযায়ী, ২০১১ সালের পর থেকে এই জেলে বন্দিদের উপর নারকীয় অত্যাচার করা হয়েছে।
বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর উঠে এসেছিলো আয়নাঘরের ভয়ঙ্কর তথ্য। এবার সামনে এলো উত্তপ্ত সিরিয়ার কুখ্যাত সায়েদনায়া জেলের কথা। এই সায়েদনায়া জেল পরিচিত ‘মানব কসাইখানা’ বলে। এক রিপোর্ট অনুযায়ী, ২০১১ সালের পর থেকে এই জেলে বন্দিদের উপর নারকীয় অত্যাচার করা হয়েছে। এই জেলে দু’টি ডিটেনশন সেন্টার রয়েছে।অ্যামনেষ্টি ইন্টারন্যাশনালের এক গবেষক বলেন, ‘জেলখানায় যাঁদের রাখা হতো তাদের মূলত প্রেসিডেন্ট আসাদের বিরোধিতা করার কারণেই জেলবন্দি করা হতো। অমানবিক পরিবেশে বন্দিদের উপর চলত নির্বিচারে নির্যাতন।’
- Related topics -
- আন্তর্জাতিক
- সিরিয়া
- অন্যান্য