SMAT | মুস্তাক আলি ট্রফিতে রোহিতের রেকর্ড ভাঙলেন ১৮ বছরের আয়ুষ! অনবদ্য সেঞ্চুরির জোরে বিদর্ভকে ওড়ালো মুম্বই
Friday, November 28 2025, 4:05 pm
Key Highlightsসেঞ্চুরির সৌজন্যে রোহিত শর্মার ১৯ বছর পুরনো রেকর্ড ভাঙলেন ১৮ বছর বয়সি আয়ুষ।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিদর্ভকে হারাল মুম্বই। সৌজন্যে আয়ুষ মাত্রের সেঞ্চুরি। এদিন মুম্বইয়ের আয়ুষ মাত্রে মাত্র ৪৯ বলে সেঞ্চুরি করেন। শেষ পর্যন্ত ৫৩ বলে ১১০ রান করে অপরাজিত থাকেন। টি টোয়েন্টিতে এটি তাঁর প্রথম সেঞ্চুরি। ক্রিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরি করা ব্যাটারদের মধ্যে সবথেকে ছোট আয়ুষ। রোহিত শর্মা ১৯ বছর ৩৩৯ দিনে তিন ফরম্যাটে সেঞ্চুরি করেছিলেন। আয়ুষ করলেন ১৮ বছর ১৩৫ দিন বয়সে। এদিন হায়দরাবাদে রাজীব গান্ধী স্টেডিয়ামে গুজরাটকে হারিয়ে দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছে বাংলা।

