Suvendu Adhikari | ‘ছাব্বিশে ক্ষমতায় এলে ফের কলকাতায় আসবেন মেসি’! আশ্বাস শুভেন্দুর!
Monday, December 15 2025, 11:14 am
Key Highlightsতিনি বলেন, “যদি হায়দরাবাদ, মুম্বই পারে, আমরাও পারব।” যদিও শুভেন্দুর এই মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
গত শনিবার যুবভারতীতে মেসিকে দেখা নিয়ে তৈরি হওয়া বিশৃঙ্খল পরিস্থিতির দায় কার তা নিয়ে চলছে জোর তর্ক বিতর্ক। মেসিকে দেখতে পাননি বলে মেসি স্টেডিয়াম ছাড়তেই ব্যাপক ভাঙচুর চালানো হয়। এরই মাঝে সভা থেকে মেসিকে ফের কলকাতায় আনার কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী! সভা থেকে তাঁর আশ্বাস, ছাব্বিশে বিজেপি ক্ষমতায় এলে ফের কলকাতায় আসবেন মেসি। তিনি বলেন, “যদি হায়দরাবাদ, মুম্বই পারে, আমরাও পারব।” যদিও শুভেন্দুর এই মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- শহর কলকাতা
- লিওনেল মেসি
- শুভেন্দু অধিকারী
- বিজেপি
- ফুটবলার

