SSC | স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টর নির্দেশই বহাল রাখলো সুপ্রিম কোর্ট!

Monday, July 21 2025, 11:14 am
highlightKey Highlights

স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ায় আর কোনও বাধা রইল না।


কলকাতা হাইকোর্টর নির্দেশই বহাল রাখলো সুপ্রিম কোর্ট। স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ায় আর কোনও বাধা রইল না। ২০২৫ এর রুল অনুযায়ী যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, তাতে সম্মতি দিল শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্ট জানায়, যোগ্য শিক্ষকদের বয়সের ছাড় দেওয়ার সিদ্ধান্ত বহাল থাকবে, অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার ক্ষেত্রেও কোনও বাধা থাকবে না। আইনজীবী বিকাশ ভট্টাচার্য আবেদন করেছিলেন, ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদেরও এই ছাড়ের আওতায় আনতে হবে। তবে সেই আবেদন খারিজ করা হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File