NEET | NTA-কে একটি নোটিশ সুপ্রিম কোর্টের! NEET নিয়ে হাইকোর্টের মামলাগুলিতে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত!

Thursday, June 20 2024, 8:22 am
NEET | NTA-কে একটি নোটিশ সুপ্রিম কোর্টের! NEET নিয়ে  হাইকোর্টের মামলাগুলিতে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত!
highlightKey Highlights

NTA-কে একটি নোটিশ ধরাল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সেগুলিতে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।


ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রাস টেস্ট (NEET) নিয়ে বিভিন্ন হাইকোর্টে দায়ের হওয়া মামলাগুলিকে দেশের শীর্ষ আদালতে ট্রান্সফার করার আবেদন জানিয়ে একটি মামলা করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। এবার সেই মামলার প্রেক্ষিতে NTA-কে একটি নোটিশ ধরাল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সেগুলিতে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং এসভিএন ভাট্টির অবকাশকালীন বেঞ্চ। জানা গিয়েছে, এই নিয়ে আগামী ৮ জুলাই শুনানি হবে দেশের শীর্ষ আদালত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File