সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করল, শিশু যৌন নির্যাতন নিয়ে বম্বে হাইকোর্টের রায়ে
Wednesday, January 27 2021, 2:32 pm
Key Highlightsশিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ আইন সম্পর্কে বম্বে হাইকোর্টের ‘ব্যাখ্যা’য় সায় দিল না সুপ্রিম কোর্ট। বুধবার প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ এ বিষয়ে বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের রায়ের উপর স্থগিতাদেশ জারি করেছে। গত ১৯ জানুয়ারি নাগপুর বেঞ্চের মহিলা বিচারপতি পুষ্পা গানেদিওয়ালা তাঁর রায়ে বলেছিলেন, শিশুদের ক্ষেত্রে জামাকাপড় খুলে বা জামাকাপড়ের ভিতরে হাত গলিয়ে বুক বা গোপনাঙ্গ স্পর্শ না করা হলে তা পকসো আইনের আওতায় পড়বে না। Advertisement
- Related topics -
- দেশ
- সুপ্রিম কোর্ট
- বোম্বে হাইকোর্ট
- শিশু যৌন নির্যাতন

