Supreme Court | স্বামীদের বিরুদ্ধে নারী কল্যাণ সংক্রান্ত আইনের অপব্যবহার নয়! খোরপোশ নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের
শীর্ষ আদালত জানায়, নারী কল্যাণের কড়া আইন খেয়ালখুশিভাবে স্বামীদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না।
বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষের আত্মহত্যার ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এই আবহে শীর্ষ আদালত জানায়, নারী কল্যাণের কড়া আইন খেয়ালখুশিভাবে স্বামীদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। বৃহস্পতিবার একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, খোরপোশের টাকা নারীর স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ হিসেবে বিবেচনা করতে হবে। স্বামীর বর্তমান আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করে খোরপোশ। স্বামীর দায়িত্ব নয় বিবাহ বিচ্ছিন্ন হওয়া স্ত্রীকে আজীবন আর্থিক সাহায্য করা।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত