দেশ

Supreme Court Law: বেআইনি লেনদেন আইন অসাংবিধানিক, জানাল শীর্ষ আদালত

Supreme Court Law: বেআইনি লেনদেন আইন অসাংবিধানিক, জানাল শীর্ষ আদালত
Key Highlights

সুপ্রিম কোর্ট রায় দেয় যে বেনামি আইন পূর্ববর্তীভাবে প্রয়োগ করা যাবে না ও ২০১৬ সংশোধনী আইনের ৩ ধারা অসাংবিধানিক।

১৯৮৮ সালে ভারতীয় সংবিধানের এ সংক্রান্ত আইনটি তৈরি হয়েছিল। ১৯৮৮ সালের বেনামি লেনদেন (প্রতিরোধ) আইনের ৩(২) ধারা অনুযায়ী, এই ধরনের অপরাধীকে শাস্তি দেওয়া হত। মঙ্গলবার এই ধারাটিকেই অসাংবিধানিক বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট।

বেনামি লেনদেনের ‘অপরাধে’ শাস্তি বিধান করত যে ভারতীয় আইন, তাকে ‘অসাংবিধানিক’ বলে ঘোষণা করল দেশের শীর্ষ আদালত। মঙ্গলবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এম ভি রমনার নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিল, আইনের ৩(২) ধারাটি ভারতীয় সংবিধানের ২০(১) অনুচ্ছেদের পরিপন্থী। ফলে বেনামি সম্পত্তির লেনদেনের অভিযোগে অভিযুক্ত আর ওই আইনে সাজা পাবেন না। এমনকি জেল হবে না অপরাধীর, হবে না জরিমানাও।

এত দিন এই আইনমাফিক আইনভঙ্গকারীকে তিন বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা বা উভয়ই দেওয়ার বিধান ছিল। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এমভি রামানার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ জানিয়ে দেন, আইনটি ভারতীয় সংবিধানের ২০(১) অনুচ্ছেদের বিরোধী এবং স্পষ্টতই অযৌক্তিক।

কলকাতা হাই কোর্টের একটি রায়ের বিরুদ্ধে কেন্দ্রের একটি মামলার শুনানিতেই এই মন্তব্য করেন সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ। ‘কেন্দ্র বনাম মেজার্স গণপতি ডিলকম প্রাইভেট লিমিটেড’ নামের ওই মামলায় কলকাতা হাই কোর্ট ২০১৬ সালের বেনামি লেনদেন প্রতিরোধ সংশোধনী আইনটিকে ‘ভবিষ্যনির্ভর’ বলে মন্তব্য করেছিল। যার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ভারত সরকার। মামলাটির শোনার পরই শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ কলকাতা হাই কোর্টের পক্ষেই রায় দেয়। শীর্ষ আদালতের বেঞ্চ জানিয়ে দেয়, ১৯৮৮ সালের বেনামি লেনদেন প্রতিরোধ আইনের ৩(২) ধারা অসাংবিধানিক তো বটেই, এ সংক্রান্ত ২০১৬ সালের সংশোধনী আইনটিও অসাংবিধানিক।


AC Local Train | শিয়ালদহ–কল্যাণী এসি লোকাল চালু রেলের, একনজরে দেখে নিন টাইমটেবিল
Weather WB | ডিসেম্বরেও পড়বে না জাঁকিয়ে শীত, বছর শেষেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস!
R G Kar Case | আরজি কর দুর্নীতি মামলায় ঘুরলো মোড়, CBI-এর চার্জশিটে সন্দীপের বিরুদ্ধে অভিযোগ জানানো আখতারের নাম!
Lionel Messi | পুসকাসকে টপকে বিশ্বরেকর্ড মেসির, চ্যাম্পিয়ন হয়ে প্রথমবার MLS কাপে জায়গা পেল মায়ামি!
Harmanpreet Kaur | বিশ্বজয়ী হরমনপ্রীতকে আশ্চর্য সন্মান পাঞ্জাব ক্রিকেট বোর্ডের, হ্যারি-র নামে স্ট্যান্ড বসছে স্টেডিয়ামে
Breaking News | আজীবনের জন্য হুমায়ূনকে সাসপেন্ড করলো তৃণমূল, 'দল সম্পর্ক রাখবে না।' -জানালেন ফিরহাদ
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla