Rattirer Sathi | ‘রাত্তিরের সাথী’ সংশোধনের নির্দেশ সুপ্রিম কোর্টের, 'কীভাবে বলেন রাতে মহিলারা কাজ করতে পারবেন না?' প্রশ্ন প্রধান বিচারপতির

Tuesday, September 17 2024, 7:42 am
Rattirer Sathi |  ‘রাত্তিরের সাথী’ সংশোধনের নির্দেশ সুপ্রিম কোর্টের, 'কীভাবে বলেন রাতে মহিলারা কাজ করতে পারবেন না?' প্রশ্ন প্রধান বিচারপতির
highlightKey Highlights

প্রধান বিচারপতির প্রশ্ন, “কীভাবে বলেন, রাতে মহিলারা কাজ করতে পারবেন না?”


আরজিকরের ঘটনার পর নারী নিরাপত্তায় রাজ্য সরকার ‘রাত্তিরের সাথী’ প্রকল্পের ঘোষণা করে। যেখানে মহিলা চিকিৎসকদের ১২ ঘণ্টার বেশি ডিউটি না দেওয়া, নাইট শিফট না দেওয়ার আর্জি জানানো হয়েছে। এই কথা শুনে প্রধান বিচারপতির প্রশ্ন, “কীভাবে বলেন, রাতে মহিলারা কাজ করতে পারবেন না?” প্রায় বিরক্তির সুরে রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, “মহিলা চিকিৎসকদের কেন এভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন? তাঁরা এই আলাদা ছাড় চান না।” এরপরই এই বিজ্ঞপ্তি সংশোধনের নির্দেশ সুপ্রিম কোর্টের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File