কলকাতা হাইকোর্ট

SSC | ২০১৬ সালের SSCর গোটা প্যানেলই বাতিল! চাকরি হারালেন ২৫ হাজার ৭৫৩ জন!

SSC | ২০১৬ সালের SSCর গোটা প্যানেলই বাতিল! চাকরি হারালেন ২৫ হাজার ৭৫৩ জন!
Key Highlights

এক ধাক্কায় চাকরি গেলো প্রায় ২৬ হাজার জনের! হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্টও।

এক ধাক্কায় চাকরি গেলো প্রায় ২৬ হাজার জনের! হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্টও। এর ফলে বাতিল হলো ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল। গত বছরের এপ্রিলে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম,দশম, একাদশ, দ্বাদশের গোটা প্যানেলই বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ, চাকরিহারাদের একাংশ। এর পর আজ সুপ্রিম কোর্টও হাইকোর্টের রায়কেই মান্যতা দিলো। চাকরি হারালেন ২৫ হাজার ৭৫৩ জন।