দেশ

Unnao Rape Case | 'তিনি সাজাপ্রাপ্ত আসামী’, উন্নাও কান্ডের দোষী কুলদীপের জামিনে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের!

Unnao Rape Case | 'তিনি সাজাপ্রাপ্ত আসামী’, উন্নাও কান্ডের দোষী কুলদীপের জামিনে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের!
Key Highlights

উন্নাও ধর্ষণ কান্ডের দোষী সাব্যস্ত আসামী তথা বিজেপির বহিষ্কৃত বিধায়ক কুলদীপ সেঙ্গারের জামিনে স্থগিতাদেশ দিলো সুপ্রিম কোর্ট।

উন্নাও ধর্ষণ কান্ডের দোষী সাব্যস্ত আসামী তথা বিজেপির বহিষ্কৃত বিধায়ক কুলদীপ সেঙ্গারের জামিনে স্থগিতাদেশ দিলো সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত নেতৃত্বাধীন মোট তিন বিচারপতির অবকাশকালীন বেঞ্চের বক্তব্য, 'তিনি সাজাপ্রাপ্ত আসামী, তাঁকে মুক্তি দেওয়া সম্ভব নয়!’এই রায়ের ফলে আপাতত জেলমুক্তি হচ্ছে না ওই প্রাক্তন বিধায়কের। উন্নাও ধর্ষণকাণ্ডে ২০১৯ সালে নিম্ন আদালতে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনানো হয় কুলদীপকে। গত মঙ্গলবার সেই সাজা মকুব করে দেয় দিল্লি হাইকোর্ট। যা দেশের আইনশৃঙ্খলার ও বিচারব্যবস্থার দিকে প্রশ্ন তুলে দিচ্ছে বলে পর্যবেক্ষণ শীর্ষ আদালতের।