‘ভূমিপুজো করুন কিন্তু নির্মাণ নয়’, সুপ্রিম’কোর্টের রায়ে বিপাকে কেন্দ্র!

Monday, December 7 2020, 8:47 am
highlightKey Highlights

নতুন সংসদ ভবন নির্মাণ নিয়ে বিড়ম্বনায় কেন্দ্রীয় সরকার। সোমবার সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, “ভূমিপুজো করুন কিন্তু আদালতের পরবর্তী নির্দেশ আসার আগে নতুন ভবন সম্পর্কিত কোনও ভাঙা-গড়া করা চলবে না।” যার ফলে নতুন সংসদ ভবন প্রকল্প আপাতত বিশবাঁও জলে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। নতুন সংসদ ভবন প্রকল্পের বিরোধিতা করে একাধিক আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। ভূমিপুজোর দিনক্ষণ ঠিক হতেই স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলার শুনানি করল সুপ্রিম কোর্ট। এদিন শুনানির সময় কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে যে যুগের প্রয়োজনে সংসদ ভবন ও সেন্ট্রাল সেক্রেটেরিয়েট নতুন করে বানাতেই হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File