SSC | এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে একের পর এক মামলা, বিরক্তি প্রকাশ করলো সুপ্রিম কোর্ট!

Monday, September 1 2025, 9:27 am
highlightKey Highlights

বিচারপতি সঞ্জয় কুমার এদিন বলেন, “একই বিষয়ে প্রত্যেকদিন এত মামলা কেন আসছে? আমরা সব বিষয় ইতিমধ্যেই বিবেচনা করেছি।”


নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমে চাকরি বাতিল হয় ২৫,৭৫২ জনের। যার মধ্যে ১৮০৬ জনের নাম অযোগ্য তালিকায় প্রকাশ করেছে এসএসসি। বাকিদের পরীক্ষার মাধ্যমে নতুন নিয়োগ করা হবে। কিন্তু তার আগে প্রায় প্রতিনিয়ত হাইকোর্টে ও সুপ্রিম কোর্টে পর পর মামলা দায়ের হচ্ছে। এবার এই নিয়ে বিরক্তি প্রকাশ করল শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জয় কুমার এদিন বলেন, “একই বিষয়ে প্রত্যেকদিন এত মামলা কেন আসছে? আমরা সব বিষয় ইতিমধ্যেই বিবেচনা করেছি।” স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ন্যূনতম নম্বর সংক্রান্ত মামলা নিয়েও হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File