SSC | চাকরিহারাদের দাবি উড়িয়ে OMR প্রকাশের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের
Saturday, July 26 2025, 3:57 am
Key Highlightsসুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, নতুন করে দরজা খোলার প্রয়োজন নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি।
সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ সালের এসএসসির প্যানেলের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। এরপরই ওএমআর প্রকাশের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। শুক্রবার তাঁদের আবেদন খারিজ করেছে বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, নতুন করে দরজা খোলার প্রয়োজন নেই। এদিকে ইতিমধ্যেই কোর্টের নির্দেশমতো নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে। বোর্ড জানিয়েছে, ৭ সেপ্টেম্বর নবম ও দশম এবং ১৪ সেপ্টেম্বর একাদশ ও দ্বাদশের পরীক্ষা হবে।
- Related topics -
- রাজ্য
- এসএসসি
- শিক্ষাদফতর
- ভুয়ো শিক্ষক নিয়োগ
- পশ্চিমবঙ্গ
- শহর কলকাতা

