Supreme Court | নেতাজির রহস্য উন্মোচন করা হোক! মামলা খারিজ করে সুপ্রিম কোর্টের বক্তব্য ‘সব রোগের ওষুধ সুপ্রিম কোর্টের নেই’
Monday, November 18 2024, 10:01 am
Key Highlightsনেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন পিনাকি পানি মোহন্ত নামে এক রাজনীতিক।
নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন পিনাকি পানি মোহন্ত নামে এক রাজনীতিক। তাঁর আবেদন, নেতাজির নিরুদ্দেশ এবং ১৯৪৫ সালে বিমান দুর্ঘটনা নিয়ে রহস্য উন্মোচন করা হোক। তবে সেই মামলা খারিজ করে শীর্ষ আদালতের বক্তব্য, ‘সব রোগের ওষুধ সুপ্রিম কোর্টের নেই।’ এছাড়াও মামলাকারীর দাবি, আজাদ হিন্দ ফৌজই ভারতের স্বাধীনতার কারিগর। একথা স্বীকার করুক কেন্দ্র। এই দাবি প্রসঙ্গে আদালত মামলাকারীকে ভর্ৎসনা করে জানায়, সরকার চালানো আদালতের কাজ নয়।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- নেতাজি
- নেতাজি সুভাষচন্দ্র বোস

