Supreme Court SIR Hearing | বিনামূল্যে আইনী সহায়তা মিলবে SIR-এ নাম বাদ পড়া ভোটারদের, ঘোষণা সুপ্রিম কোর্টের

Thursday, October 9 2025, 3:45 pm
highlightKey Highlights

বিহারের স্টেট লিগ্যাল সার্ভিসেস অথোরিটিকে ‘মানুষের পাশে দাঁড়ানোর’ বার্তা দিল সুপ্রিম কোর্ট।


SIRএ নাম বাদ পড়া ভোটারদের জন্য বড় পদক্ষেপের নির্দেশ সুপ্রিম কোর্টের। বিহারের স্টেট লিগ্যাল সার্ভিসেস অথোরিটিকে বিশেষ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ, ‘মামলাকারীদের অভিযোগ, কোনও রকম কারণ না দর্শিয়েই বিহারের চূড়ান্ত তালিকা থেকে ৩.৬৬ লক্ষ ভোটারের নাম বাতিল করে দেওয়া হয়েছে। যেহেতু পুনরায় নাম দাখিলের শেষ তারিখ একেবারে দোরগোড়ায় চলে এসেছে। তাই বিহারের স্টেট লিগ্য়াল সার্ভিসেস-র চেয়ারপার্সনকে বলব, বেশ কিছু প্যারা-লিগ্যাল ভলান্টিয়ার তৈরি করে নাম দাখিলে আগ্রহীদের সাহায্য় করুন।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File