Supreme Court on Waqf | ওয়াকফ আইন নিয়ে কোনও অন্তর্বর্তীকালীন আদেশ দিল না শীর্ষ আদালত! আগামীকাল ফের শুনানি!

বৃহস্পতিবার প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন রায়ের বিষয়ে সব পক্ষের মতামত শুনে রায় দেবে আদালত।
ওয়াকফ আইন নিয়ে কোনও অন্তর্বর্তীকালীন আদেশ দিল না সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন রায়ের বিষয়ে সব পক্ষের মতামত শুনে রায় দেবে আদালত। বুধবার প্রধান বিচারপতি তিন দফার অন্তর্বর্তী আদেশ প্রস্তাব করেন। প্রথম, এই শুনানি চলাকালীন আদালত কর্তৃক ওয়াকফ হিসেবে ঘোষিত সম্পত্তিগুলির ওয়াকফ তকমা হিসেবে বাতিল করা উচিত নয়। দ্বিতীয়ত, কোনও ওয়াকফ সম্পত্তি সরকারি জমি কি না তার সিদ্ধান্ত নিতে পারবেন না জেলাশাসক। তৃতীয়ত, ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলের সকল সদস্যকে মুসলিম হতে হবে।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- ওয়াকফ বিল