Telangana | বনাঞ্চল পুনরুদ্ধারের পরিকল্পনা না জানালে জেলে যাবেন মুখ্যসচিব-সরকারি অফিসাররা! কড়া বার্তা সুপ্রিম কোর্টের!

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের লাগায়ো কাঞ্ছা গাচ্ছিবলি এলাকার বনাঞ্চল সাফ করে দেওয়ার ঘটনায় নড়ে বসে গোটা দেশ।
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের লাগায়ো কাঞ্ছা গাচ্ছিবলি এলাকার বনাঞ্চল সাফ করে দেওয়ার ঘটনায় নড়ে বসে গোটা দেশ। এই মামলায় তেলঙ্গানা প্রশাসনকে ফের কড়া বার্তা শোনাল সুপ্রিম কোর্ট। আদালতের স্পষ্ট বক্তব্য, ১০০ একর জমির বনাঞ্চল পুনরুদ্ধারের সঠিক পরিকল্পনা জানাতে না পারলে তেলঙ্গানার মুখ্যসচিব সহ সরকারি অফিসারদের অস্থায়ী জেলে যেতে হবে। এদিন শুনানিতে প্রধান বিচারপতির বক্তব্য, বনাঞ্চল এবং বন্যপ্রাণ রক্ষাই তাঁদের প্রধান উদ্দেশ্য। এই মামলার পরবর্তী শুনানি ১৫ মে।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- তেলেঙ্গানা
- তেলেঙ্গানা সরকার