Supreme Court । ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের! শিক্ষা ও চাকরিতে তফসিলি জাতি-জনজাতির মধ্যে এবার পৃথক সংরক্ষণ

Thursday, August 1 2024, 9:45 am
highlightKey Highlights

জনজাতি-উপজাতির মধ্যেও শ্রেণি বিভাজনে সম্মতি দিলো সুপ্রিম কোর্ট।


জনজাতি-উপজাতির মধ্যেও শ্রেণি বিভাজনে সম্মতি দিলো সুপ্রিম কোর্ট।বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সাত বিচারপতির বেঞ্চের তরফে শিক্ষা ও চাকরিতে সংরক্ষণের ক্ষেত্রে তফসিলি জাতি-জনজাতির মধ্যে শ্রেণি বিভাজনে সম্মতি দেওয়া হয়। শীর্ষ আদালত জানায়, তফসিলি জাতি-উপজাতির মধ্যে উপশ্রেণিকে সংরক্ষণ দেওয়ার ক্ষমতা থাকবে রাজ্য সরকারের হাতে। প্রধান বিচারপতির পর্যবেক্ষণে উল্লেখ করা হয়, সাব ক্লাসিফিকেশন ও সাব-ক্যাটেগরিজেশনের মধ্যে ফারাক রয়েছে। তফসিলি জাতি-উপজাতির মধ্য়েও যাতে আরও পিছিয়ে পড়া শ্রেণি সুযোগ-সুবিধা পায়, তার জন্য জাতি-উপজাতির মধ্যে শ্রেণিবিন্যাসের দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File