SRHvsLSG | IPLএ জয়ের সরণিতে ফিরলো লখনউ, সানরাইজার্স হায়দরাবাদকে ৫ উইকেটে হারালো লখনউ সুপার জায়ান্ট
Thursday, March 27 2025, 6:00 pm

এবারের আইপিএলে প্রথম জয়ের দেখা পেল লখনউ সুপার জায়ান্ট শিবির। আর সেটা এল একেবারে বদলার ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।
এবারের আইপিএলে প্রথম জয় পেলো লখনউ সুপার জায়ান্ট। এবারের মরশুমে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৫ উইকেটে জিতলো লখনউ শিবির। আজকের ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল লখনউ ক্যাপ্টেন ঋষভ পন্থ। তবে আজকের ম্যাচেও ঋষভ ম্যাজিক দেখা গেলো না। এই ম্যাচে পন্থ করলেন ১৫ বলে ১৫ রান। লখনউকে ম্যাচ জেতালেন নিকোলাস এবং মার্শ। ২৬ বলে ৭০ রান করেন নিকোলাস পুরান, ৩১ বলে ৫২ রান করেন মার্শ। ২৩ বল বাকি থাকতেই এল কাঙ্খিত জয়।
- Related topics -
- খেলাধুলা
- লখনউ সুপার জায়ান্ট
- হায়দ্রাবাদ
- সানরাইজার্স হায়দরাবাদ
- ipl
- আইপিএল ২০২৫
- ক্রিকেট
- ক্রিকেটার