Sunita Williams । মহাকাশেই আটকে গেলেন সুনীতারা! ৯০ দিন পর্যন্ত বাড়ানো হতে পারে মিশনের সময়!
Monday, July 1 2024, 9:11 am
Key Highlightsনাসা জানিয়েছে,নাসার ইঞ্জিনিয়াররা বোয়িং ক্যাপসুলের সমস্যা সমাধানের জন্য কাজ করছেন। তবে এখনও কিছু বিশেষ পরীক্ষা নিরীক্ষা বাকি রয়েছে।
দীর্ঘ সময় মহাকাশেই থাকতে হবে সুনীতা উইলিয়ামসদের! নাসা জানিয়েছে,নাসার ইঞ্জিনিয়াররা বোয়িং ক্যাপসুলের সমস্যা সমাধানের জন্য কাজ করছেন। তবে এখনও কিছু বিশেষ পরীক্ষা নিরীক্ষা বাকি রয়েছে। এমনকি নাসা স্টারলাইনারের মিশনের সর্বাধিক সময়কাল বাড়ানোর কথাও ভাবা হচ্ছে। এই মিশনের সময়কাল ৪৫ দিন থেকে ৯০ দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে। অর্থাৎ কবে, সুনীতারা ফিরবেন কোনও ঠিক নেই। উল্লেখ্য, নাসার মহাকাশযান চড়ে পৃথিবীতে ফেরার কথা ছিল সুনীতাদের। তবে ত্রুটির কারণে বর্তমানে সেখানেই আটকে পড়েছেন উইলমোর ও উইলিয়ামস।
- Related topics -
- আন্তর্জাতিক
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিজ্ঞান
- নাসা
- মহাকাশচারী
- মহাকাশ
- মহাকাশযান

