Sunita Williams | আগামী সপ্তাহে নয়, চলতি সপ্তাহেই ৯ মাস পর পৃথিবীতে ফিরবেন সুনিতারা! সুখবর দিলো NASA!
Tuesday, March 11 2025, 3:01 pm
Key Highlightsচলতি সপ্তাহেই পৃথিবীতে ফিরতে চলেছেন দুই নভোচর সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর!
চলতি সপ্তাহেই পৃথিবীতে ফিরতে চলেছেন দুই নভোচর সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর! NASA জানিয়েছে, আগামী সপ্তাহে নয়, সব ঠিক থাকলে ১৬ মার্চ তারিখই প্রায় ৯ মাস পর দুই নভোচর সুনীতাদের নিয়ে পৃথিবীতে পৌঁছতে চলেছে নাসার স্পেস এক্স ড্রাগন স্পেসক্র্যাফট। জানা গিয়েছে, আগামী ১২ মার্চ অর্থাৎ বুধবার ভোর ৫টা ১৮ নাগাদ আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্সের ফ্যালকন নাইন (Falcon 9) রকেট উৎক্ষেপণ করা হবে। ইলন মাস্কের Space X সংস্থার ক্রিউ ১০’এ চড়ে ফিরবেন ফিরবেন সুনীতারা।
- Related topics -
- অন্যান্য
- বিজ্ঞান
- বিজ্ঞান ও প্রযুক্তি
- নাসা
- সুনীতা উইলিয়ামস
- মহাকাশ
- মহাকাশচারী
- ইলন মাস্ক
- স্পেসএক্স

