Starline | ' স্টারলাইনারের বাইরে থেকে যেন কেউ ধাক্কা মারছে', মহাকাশে 'রহস্যময় ' শব্দ শুনতে পেলেন সুনীতা উইলিয়াম ও বুচ উইলমোর
Tuesday, September 3 2024, 3:25 am
Key Highlightsবোয়িং স্টারলাইনার মহাকাশযান থেকে শোনা যাচ্ছে এক রহস্যময় শব্দ।
ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আটকে রয়েছেন নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়াম ও বুচ উইলমোর। এরই মধ্যে তারা জানান, বোয়িং স্টারলাইনার মহাকাশযান থেকে শোনা যাচ্ছে এক রহস্যময় শব্দ। রহস্যময় শব্দ শোনার পরই উদ্বিগ্ন বুচ উইলমোর নাসার হাউস্টনের মিশন কন্ট্রোলে বার্তা পাঠান। বুচের মনে হয়েছে যেন স্টারলাইনারের বাইরে থেকে কেউ যানটির গায়ে ধাক্কা মারছে। শব্দটি নিশ্চিত করে নাসা ব্যাখ্যা দিয়ে জানিয়েছে, শব্দটি হার্টবিটের মতো। তবে এর উৎস এখনও অধরা। নাসার বিজ্ঞানীরা এই শব্দ নিয়ে রীতিমতো ধন্দে পড়ে গিয়েছেন।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- মহাকাশ
- মহাকাশচারী

