Sunita Williams | আগামী মাসেই পৃথিবীতে ফিরবেন সুনীতারা! দিনক্ষণ ঘোষণা করলো NASA!

আগামী মাসেই পৃথিবীতে ফিরবেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গী।
আগামী মাসেই পৃথিবীতে ফিরবেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গী। মার্কিন মহাকাশ সংস্থা জানিয়েও দিলো দিনক্ষণ। NASA জানিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১২ মার্চ ক্রু ১০ মিশন লঞ্চ হতে চলেছে। এরপর এই বিশালাকার মহাকাশযানটি ১৯ মার্চ সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে নিয়ে পৃথিবীতে ফিরে আসবে। উল্লেখ্য, ইলন মাস্কের Space X সংস্থার একটি মহাকাশযানে চেপেই আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছিলেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর।