Sunita Williams | মর্ত্যে ফিরেছেন পৃথিবী কন্যে, পুরোদমে চলছে বিশেষ চিকিৎসা, কেমন আছেন সুনীতা-বুচেরা?
Thursday, March 20 2025, 5:59 am

ফ্লোরিডায় এই মুহূর্তে অন্তত ৫২ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক গবেষক সুনীতা ও বুচের চিকিৎসায় ব্যস্ত।
দীর্ঘ আটমাস পর পৃথিবীতে ফিরেছেন সুনীতা ইউলিয়ামস এবং তাঁর সঙ্গী নভোচর বুচ উইলমোর। মহাকাশে ভরশূন্য অবস্থায় থাকতে থাকতে তাঁরা হাঁটতে ভুলে গিয়েছেন, ভুলে গিয়েছেন শুতে। তাই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে কসরত করতে হচ্ছে তাঁদের। মহাকাশে যেভাবে জীবন কাটিয়েছেন অন্তত দেড় মাস সেভাবেই বিশেষজ্ঞদের তদারকিতে থাকতে হবে। তারপর হাটতে শেখা, স্বাভাবিক খাবার এবং জল খাওয়ার পরিমাণ বাড়াতে হবে। এই মুহূর্তে অন্তত ৫২ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক গবেষক ফ্লোরিডায় তাঁদের চিকিৎসায় ব্যস্ত।
- Related topics -
- আন্তর্জাতিক
- সুনীতা উইলিয়ামস
- মহাকাশচারী
- অন্যান্য
- বিজ্ঞান
- বিজ্ঞান ও প্রযুক্তি
- মহাকাশ
- মহাকাশযান
- নাসা
- স্পেসএক্স
- ইলন মাস্ক
- শরীর সুস্থতা