রবিবার লকডাউন, মাস্ক ছাড়া ঘুরলেই ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে উত্তর প্রদেশে

Friday, April 16 2021, 2:23 pm
highlightKey Highlights

মাস্ক ছাড়া ঘুরলেই দিতে হবে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা। সম্প্রতি এমনই নির্দেশিকা জারি করেছে উত্তরপ্রদেশ সরকার। শুধু তাই নয়, সংক্রমণ নিয়ন্ত্রণে রবিবার লকডাউন ঘোষণা করা হয়েছে সংশ্লিষ্ট রাজ্যে। যোগী প্রশাসন জানিয়েছে প্রথমবার মাস্ক ছাড়া ধরা পড়লে জরিমানা দিতে হবে ১০০০ টাকা এবং দ্বিতীয়বার মাস্ক ছাড়া ধরা পড়লেই এই অঙ্কটা বেড়ে দাঁড়াবে ১০ হাজার টাকা। যোগী আদিত্যনাথ সরকার জানিয়েছে, রবিবার উত্তরপ্রদেশজুড়ে জারি থাকবে লকডাউন। শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া যাবতীয় পরিষেবা বন্ধ থাকবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File