Sukanata Majumdar | সুকান্ত মজুমদারকে 'অশোক স্তম্ভ' মন্তব্যের জন্য শো কজ় করলো নির্বাচন কমিশন! জবাব দিতে হবে আজ রাত ৮টার মধ্যে
Monday, November 11 2024, 10:41 am
Key Highlightsতৃণমূলের অভিযোগের পর সুকান্ত মজুমদারের ‘অশোক স্তম্ভ’ মন্তব্যে নির্বাচন কমিশন জবাব চেয়েছে।
সুকান্ত মজুমদারের 'অশোক স্তম্ভ' মন্তব্যের জন্য তাঁকে শো কজ় করলো নির্বাচন কমিশন! আজ, সোমবার রাত ৮ টার মধ্যে সুকান্তের থেকে জবাব চেয়েছে কমিশন। উল্লেখ্য, গত ৭ নভেম্বর বাঁকুড়ার তালড্যাংরায় বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারের মধ্যে বঙ্গ বিজেপির সভাপতি বলেছিলেন, ‘তৃণমূলের হয়ে দালালি করলে পুলিশরা যে টুপিটা পরেন, ঘাড়ে যে অশোক স্তম্ভটা পরেন, সেই অশোক স্তম্ভটা টুপি থেকে খুলে রেখে হাওয়াই চটির প্রতীক লাগিয়ে নিন।’ এরপরই তৃণমূল এই মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ জানায়।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- সুকান্ত মজুমদার
- বিজেপি
- তৃণমূল কংগ্রেস
- নির্বাচন কমিশনার

