রাজ্য

Howrah-Pandua Local | অফিস টাইমে ট্রেনে আতঙ্ক! ডাউন পান্ডুয়া-হাওড়া লোকালের নীচে হঠাৎই ধোঁয়া!

Howrah-Pandua Local | অফিস টাইমে ট্রেনে আতঙ্ক! ডাউন পান্ডুয়া-হাওড়া লোকালের নীচে হঠাৎই ধোঁয়া!
Key Highlights

শুক্রবার সকালে ডাউন পান্ডুয়া হাওড়া লোকালের নীচ থেকে হঠাৎই বের হতে থাকে ধোঁয়া!

সপ্তাহ শেষে অফিস টাইমে ট্রেনে বিপদ! শুক্রবার সকালে ডাউন পান্ডুয়া হাওড়া লোকালের নীচ থেকে হঠাৎই বের হতে থাকে ধোঁয়া! স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন রেল যাত্রীরা। হুগলির বৈদ্যবাটি স্টেশনের কাছে দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেনটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ ও রেলকর্মীরা। প্রায় আধঘন্টা ট্রেনটি দাঁড়িয়ে থাকার পর, মেরামতির কাজ শেষ হলে পুনরায় ট্রেনটিকে হাওড়া উদ্দেশ্যে রওনা করা হয়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, চাকার সঙ্গে ব্রেকের ঘর্ষণের ফলে ধোঁয়া বেরিয়েছিল।