Nepal | ওলি সরকারের পতনের মুলে সন্তানহারা "সুদান গুরুং"! কে এই নেপালি তরুণ?
Tuesday, September 9 2025, 2:43 pm

তরুণদের এই নবজাগরণের নেপথ্যে এক তরুণ রক্তই। তিনি বছর ছত্রিশের সুদান গুরুং।
জ্বলছে নেপাল। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের আদেশ প্রত্যাহারেও শেষরক্ষা হয়নি। পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী ওলি সহ গোটা মন্ত্রিসভা। অধিকাংশ মন্ত্রীর বাড়িতে হামলা চালানো হচ্ছে। আর এই বিক্ষোভের পুরোভাগে রয়েছে বছর ৩৬শের তরুণ সুদান গুরুং। সুদান ২০১৫র মারণ ভূমিকম্পে তাঁর সন্তানের মৃত্যু হয়। ‘হামি নেপাল’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করে ত্রাণ এবং বিপর্যয় মোকাবিলার কাজে নামেন তিনি। সরকার সোশ্যাল মিডিয়া ব্যান করতেই সরকার বিরোধী প্রতিবাদ মিছিলের ডাক দেন সুদান। যদিও শান্তিপূর্ণ মিছিলের ডাক দিয়েছিলেন তিনি।
- Related topics -
- আন্তর্জাতিক
- নেপাল পার্লামেন্ট
- নেপাল
- সোশ্যাল মিডিয়া
- বিক্ষোভ