করোনা পরিস্থিতিতে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের একাংশের দাবি সরকারি ট্যাবে অনলাইন পরীক্ষার
Thursday, December 21 2023, 2:33 pm

বর্তমান কোভিড পরিস্থিতিতে অফলাইনে উচ্চমাধ্যমিক পরীক্ষা হলে তা বেশ ঝুঁকিপূর্ণ হবে। তাই এই মুহূর্তে সমস্ত পরীক্ষা স্থগিত রয়েছে বাতিল ও করা হয়েছে অনেক পরীক্ষা। তবে এই সিদ্ধান্তে ক্ষতি হচ্ছে শিক্ষাব্যবস্থায়। তাই এই পরিস্থিতিতে রাজ্য সরকারের দেওয়া ট্যাবকে কাজে লাগিয়ে অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবি জানালো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের একাংশ। 'উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীবৃন্দ' নামে একটি সংগঠনের তরফে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উদ্দেশে স্কুলশিক্ষা দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। বিকাশ ভবনের আধিকারিকরা জানিয়েছেন, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করবেন শিক্ষামন্ত্রী। তিনি পর্ষদ, সংসদ এবং দপ্তরের কর্তার সাথে পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন।
- Related topics -
- শিক্ষা
- শিক্ষামন্ত্রী
- উচ্চমাধ্যমিক
- রাজ্য সরকার
- রাজ্য