Tangra Murder Case | হাসপাতাল থেকে সোজা শ্রীঘরে, ট্যাংরা মার্ডার কেসে ছোট ছেলে প্রসূনকে গ্রেপ্তার পুলিশের

ট্যাংরায় তিন খুনের ঘটনায় অভিযুক্ত প্রসূন দেকে অবশেষে হাতে পেল পুলিশ। সোমবার রাতেই পুলিশ খুন ও খুনের চেষ্টার অভিযোগে প্রসূনকে গ্রেপ্তার করেছে।
ট্যাংরা খুনের ঘটনায় দে পরিবারের ছোট ছেলে প্রসূন দে কে গ্রেপ্তার করেছে পুলিশ। গাড়ি দুর্ঘটনায় প্রসূনের হাতের হাড় সরে যায়, ভাঙে পাঁজরের হাড়ও। বেসরকারি হাসপাতাল থেকে এনআরএসে ট্রান্সফার করা হয়েছিল তাঁকে। বারবার অসুস্থতার কথা বললেও সোমবার ট্যাংরা থানা ও লালবাজারের পুলিশ আধিকারিকদের এনআরএসের চিকিৎসকরা জানান সুস্থই আছেন প্রসূন। ক্লিয়ারেন্স পেয়েই সোমবার বিকেলে এনআরএস হাসপাতাল থেকে ট্যাংরা থানায় নিয়ে যাওয়া হয়েছে প্রসূনকে। খুন ও খুনের চেস্টার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।