AWOS in Kolkata Airport | ঝড়, বৃষ্টি, কুয়াশা আর কাবু করতে পারবেনা বিমানকে, কলকাতা বিমানবন্দরে চালু হচ্ছে AWOS

Friday, February 14 2025, 5:17 pm
highlightKey Highlights

বিমান পরিষেবা আরও নিখুঁত ও নিরাপদ করবে অটোমেটেড ওয়েদার অবসারভিং সিস্টেম বা এডাব্লিউওএস।


ঝড়, বৃষ্টি, কুয়াশা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ কাবু করতে কলকাতা বিমানবন্দরে চালু হচ্ছে নয়া প্রযুক্তি। এর নাম অটোমেটেড ওয়েদার অবসারভিং সিস্টেম বা এডাব্লিউওএস। এই সিস্টেম বিমান চালকদের বিমানবন্দরের ‘রিয়েল টাইম’ আবহাওয়ার সম্পূর্ণ রিপোর্ট দিতে থাকবে। ফলে বিমান ওঠা নামা সন্মন্ধে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারবেন বিমান চালকরা। এর ফলে বিমান দুর্ঘটনার হার কমবে এবং বিমান পরিষেবা আরও নিখুঁত ও নিরাপদ হবে বলে মনে করছে কতৃপক্ষ। বুধবার কলকাতা বিমানবন্দরে এই ব্যবস্থাপনার উদ্বোধন করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File