Maoists | ‘অভিযান বন্ধ করুন, আমরা যুদ্ধবিরতিতে রাজি’! শান্তি আলোচনায় বসতে চায় মাওবাদীরা!

Wednesday, April 2 2025, 10:14 am
highlightKey Highlights

লাগাতার অভিযানের জেরে গত ১৫ মাসে ৪০০ মাওবাদী সদস্যের মৃত্যু হয়েছে।


যুদ্ধবিরতিতে রাজি মাওবাদীরা! লাগাতার অভিযানের জেরে গত ১৫ মাসে ৪০০ মাওবাদী সদস্যের মৃত্যু হয়েছে। এই আবহে কেন্দ্র ও রাজ্যের উদ্দেশে বিবৃতি জারি করে মাওবাদীদের সেন্ট্রাল কমিটি জানালো, ‘অভিযান বন্ধ করুন, আমরা যুদ্ধবিরতিতে রাজি।’ এমনকি অভিযান বন্ধ করলে কেন্দ্র ও রাজ্যের সঙ্গে শান্তি আলোচনায় বসতেও রাজি মাওবাদী সংগঠন। মাওবাদী মুখপাত্র অভয় জানান,২৪ মার্চ হায়দরাবাদের তাদের একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে কমিটির বেশিরভাগ সদস্যই কোনও শর্ত ছাড়া সরকারের সঙ্গে শান্তি আলোচনা ও যুদ্ধবিরতির পক্ষে মত দিয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File